Bahumatrik Logo
 
১১ শ্রাবণ ১৪২৪, বৃহস্পতিবার ২৭ জুলাই ২০১৭, ২:৫০ পূর্বাহ্ণ
Globe-Uro

সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত


১৫ জুলাই ২০১৭ শনিবার, ১০:২১  এএম

বহুমাত্রিক ডেস্ক


সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে দুই বাংলাদেশি নিহত

ঢাকা : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম-খোবার হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত দুজনের নামই হানিফ। একজনের বাড়ি টাঙ্গাইল, অপরজনের বাড়ি কুমিল্লায়। তারা মেসার্স ফারেস নাজদ কনস্ট্রাকশন নামের একটি কম্পানিতে কর্মরত ছিলেন। তাদের মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দাম্মাম অঞ্চলে দায়িত্বরত বাংলাদেশ দূতাবাসের আইন সহায়তাকরী মোহাম্মদ ফয়সাল আহমেদ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

জাতীয় -এর সর্বশেষ

Hairtrade