Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫৩ অপরাহ্ণ
Globe-Uro

স্মার্টফোন ব্যবহারে যে কাজ কখনও করা উচিত নয়


০৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার, ০৩:৪৭  পিএম

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

বহুমাত্রিক.কম


স্মার্টফোন ব্যবহারে যে কাজ কখনও করা উচিত নয়

ঢাকা : এখনকার সময়ে স্মার্টফোন ছাড়া একদিনও চলেনা। তবে স্মার্টফোন ব্যবহারে কিছু নিয়ম কানুন আছে। যেগুলো না মানলে মুহূর্তেই হতে পারে বিপদ। দেখে নিন যে কাজগুলো স্মার্টফোনের সঙ্গে মোটেও করবেন না।

১. স্মার্টফোন সব সময়েই ‘লক’ রাখা উচিত।

২. স্মার্টফোন খারাপ হলে সম সময়েই উচিত ‘অথোরাইজিড’ জায়গা থেকে সারানো।

৩. হাত ভিজে থাকলে, স্মার্টফোনে ইয়ারফোন লাগানো কখনওই ঠিক নয়।

৪. স্মার্টফোন চার্জ করার জন্য কম দামী অ্যাডপটার ব্যবহার না করাই ভাল।

৫. যেখান থেকে সেখান থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভাল। এতে মোবাইল ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

৬. সব সময় সম্ভব না হলেও, চার্জ করার সময় মোবাইলের কেস খুলে দেওয়া ভাল।

৭. মোবাইল চার্জ দেওয়ার সময় ফোনে কথা বলা বা গেমস খেলা একেবারেই ঠিক নয়।

৮. চার্জ সম্পূর্ণ হলে তা আনপ্লাগ করে দিন। ওভারচার্জ করলে মোবাইল গরম হয়ে যায়।

৯. শার্টের পকেটে মোবাইল ফোন রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

১০. মোবাইল চার্জ দেওয়ার সময় ইয়ারফোন লাগিয়ে গান শোনা উচিত নয়।

১১. ঘুমোনোর সময় স্মার্টফোন যেন কাছে না থাকে।

১২. মাল্টি প্লাগ দিয়ে মোবাইল চার্জ না দেওয়াই উচিত।

১৩. চার্জ দেওয়ার সময় স্মার্টফোন সূর্যের আলো থেকে দূরে রাখুন।

১৪. চার্জ দেওয়ার সময় মোবাইল রাখুন টেবিলের মতো খোলা জায়গায়।

১৫. মোবাইল ফোনে চাপ কখনওই দেওয়া ঠিক নয়।

সংগৃহীত 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

প্রযুক্তির সাথে -এর সর্বশেষ