Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

‘স্বপ্নজাল’ এর ট্রেলার রিলিজ


৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার, ০৩:০৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


‘স্বপ্নজাল’ এর ট্রেলার রিলিজ
ছবি : বেঙ্গল ফাউন্ডেশন

ঢাকা: বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত গিয়াস উদ্দিন সেলিম এর নতুন চলচ্চিত্র "স্বপ্নজাল" এর ট্রেলার প্রকাশিত হলো বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবেরশেষদিনে, বেঙ্গল ক্রিয়েশন্স এর স্টল থেকে।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক ও বেঙ্গলক্রিয়েশন্স এর ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক আতাউর রহমান স্বপ্নজাল ছবির ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে পাবলিশের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে রিলিজ করেন। 

ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে ছবিটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, বেঙ্গল ক্রিয়েশন্সের ক্রিয়েটিভ পরিচালক এন রাশেদ চৌধুরী এবং ছবিটির কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

নিচের লিঙ্ক গুলোতে `স্বপ্নজাল,ছবিটির ট্রেইলারটি সাধারণ দর্শকরা দেখতে পাবেন। 

https://youtu.be/Pup6pxmNfC4 

https://www.facebook.com/Swapnajaal

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।