Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৬ পূর্বাহ্ণ
Globe-Uro

সোমবার আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠবে


২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার, ০১:৩৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সোমবার আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠবে
ফাইল ছবি

ঢাকা : প্রতিবারের মতো নতুন বছুরের শুরুতেই ২৩তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠবে। মেলা শুরু হওয়ার মাত্র দুইদিন বাকি থাকলেও প্রস্তুতির কাজ এখনো অনেক বাকি।

প্রস্তুতির নানান শব্দ এখন নির্মীয়মান বাণিজ্য মেলার প্রাঙ্গণজুড়ে। দম ফেলার সময় নেই মেলায় স্টল বরাদ্দ পাওয়া অনেকেরই। সবাই ব্যস্ত নিজেদের স্টল সাজাতে।

এবারে মেলাকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা অনুযায়ী নকশায় ভিন্নতা এসেছে। সে অনুযায়ী সুন্দরবনের আদলে ইকো-পার্ক করা হবে। থাকছে ডিজিটাল লে-আউট প্ল্যান, ডিজিটাল টাচ স্কিন যার মাধ্যমে নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়নকে চিহ্নিত করা যাবে। এবারে মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রধান ফটক। পদ্মাসেতুর দেখা মিলবে বাণিজ্যমেলার প্রবেশ পথেই।

বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের এই মেলার উদ্বোধন করবেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।