Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:১৮ পূর্বাহ্ণ
Globe-Uro

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩


১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ০৯:০৫  এএম

বহুমাত্রিক ডেস্ক


সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

ঢাকা : সিরিয়ার আলেপ্পো প্রদেশের আতারেব শহরের একটি মার্কেটে বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকডজন লোক।

সোমবার বিদ্রোহী-নিয়ন্ত্রিত আতারেব শহরের ওই মার্কেটে এই হামলা চালানো হয়। এ হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর বলছে, সোমবার অন্তত তিনবার হামলা হয়েছে মার্কেটটিতে। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও তিন নারী রয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ