Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৬ জ্যৈষ্ঠ ১৪২৫, রবিবার ২০ মে ২০১৮, ৭:২৭ অপরাহ্ণ
Globe-Uro

সাহিত্যে নোবেল স্থগিত ঘোষণা


০৪ মে ২০১৮ শুক্রবার, ০৪:৩০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সাহিত্যে নোবেল স্থগিত ঘোষণা

ঢাকা : সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে, আগামী বছর একসঙ্গে দুটো পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।

যৌন কেলেঙ্কারির অভিযোগে অস্থিরতার জেরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল একাডেমি।

সুইডিশ একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগের কারণে তিনি এবং আরও চার সদস্য পদত্যাগ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

উনিশশো এক সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এর আগে ১৯৩৫ সালে বিশ্ব যুদ্ধের কারণে পুরস্কার দেয়ার মত কাওকে না পাওয়া যাওয়ায় নোবেল পুরস্কার দেয়া হয়নি।

একাডেমির কয়েকজন সদস্য ঐতিহ্য রক্ষার খাতিরে পুরস্কার দেয়ার বিষয়ে মত দিলেও অন্যান্যরা বলছেন প্রতিষ্ঠানটি এই মুহূর্তে পুরষ্কার দেয়ার অবস্থায় নেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।