Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:৫৫ পূর্বাহ্ণ
Globe-Uro

সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না : মওদুদ


৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার, ১০:২৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না : মওদুদ
ফাইল ছবি

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন মেনে নিতে। তিনি বলেন, বাংলাদেশে কোনোদিন ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। এজন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে হবে। 

রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের নিজ বাসভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের এক সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ৩৬ বছর একটি বাড়িতে ছিলাম। সেই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হলো। বিএনপি করি বলে এই প্রতিহিংসার স্বীকার হয়েছি। সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না। আমি বেইমানি করতে পারি না। ক্ষমতায় যেতে পারি আর নাই পারি, এজন্য আপস করতে পারি না।

তিনি বলেন, আগামী নির্বাচনে একজনকেও যেন কেন্দ্র থেকে কেউ বের করে দিতে না পারে, সেজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যখন আন্দোলনের কর্মসূচি দেবো, তখন পেছনে তাকানোর সুযোগ নেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।