Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ চৈত্র ১৪২৫, শুক্রবার ২২ মার্চ ২০১৯, ২:০৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাভারে সোস্যাল ইসলামী ব্যাংক’র ইফতার মাহফিল


০২ জুন ২০১৮ শনিবার, ০৯:৫৪  পিএম

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


সাভারে সোস্যাল ইসলামী ব্যাংক’র ইফতার মাহফিল

সাভার : সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড সাভার শাখার উদ্যোগে ‘ক্যাশ ওয়াকফ-ইহকালে সঞ্চয়, পরকালের কল্যাণ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাভার শাখা অফিসে বিজয় টিভির সংবাদ পাঠক মোয়াজ্জেম হোসেন পলাশ এর সঞ্চালনায় এবং এসএভিপি ও সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংক লি: প্রধান কার্যালয়ের উপ-ব্যাবস্থাপনা পরিচালক জাফর আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন, সোস্যাল ইসলামী ব্যাংক এর মুরাকিব শরীআহ সেক্রেটারিয়েট ড. মোহাম্মদ ইসহাক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন।

আরো উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংক লি: এর প্রধান আইটি বিশেষঞ্জ সুলতান বাদশাহ, এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, বিজয় টিভির সাভার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, শিমুলিয়া নবীন সংঘের সাধারন সম্পাদক ও দৈনিক ডেসটিনি’র সাংবাদিক তুহিন আহামেদসহ সাভার শাখা অফিসের আওতাধীন গ্রাহকগণ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।