Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৭:০০ অপরাহ্ণ
Globe-Uro

‘সরকার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণ করবে’


২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার, ০৬:২৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘সরকার বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণ করবে’

ঢাকা : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বধ্যভূমি ও গণকবরগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

শনিবার দুপুরে সোনাগাজীর আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো এক একটি এক এক রকম নকশায় ও গণকবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে- যাতে করে পরবর্তী প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

সোনাগাজীতে মুক্তিযুদ্ধের সময় এক যোদ্ধার হত্যার সাথে উপজেলা পর্যায়ের এক বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডারের জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিষয়টির সুরাহা করা হবে।

এ ছাড়াও রংপুরে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ওই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর পরাজয় ঘটলেও সেখানে মূলত গণতন্ত্রেরই জয় হয়েছে। সেখানে অনেকটা ভোট উৎসব হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।