Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ মাঘ ১৪২৫, বৃহস্পতিবার ১৭ জানুয়ারি ২০১৯, ৯:২৭ অপরাহ্ণ
Globe-Uro

সফরসঙ্গী নিয়ে ঢাকা ছাড়লেন মাওলানা সাদ


১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৩:৩৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সফরসঙ্গী নিয়ে ঢাকা ছাড়লেন মাওলানা সাদ
ফাইল ছবি

ঢাকা : তাবলিগ জামাতের একাংশের প্রতিবাদের মুখে সফরসঙ্গীদের নিয়ে মাওলানা সাদ কান্ধলভি ঢাকা ত্যাগ করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

বিমানবন্দরে থাকা ওসি নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা সাদ দুপুর সাড়ে ১২টায় ঢাকা ত্যাগ করেছেন।

রমনা থানা সূত্রে জানা গেছে, মাওলানা মোহাম্মদ সাদ ভোরে কাকরাইল মসজিদ থেকে বের হন। পরে পুলিশি নিরাপত্তায় তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।

মাওলানা সাদকে নিয়ে সৃষ্ট বিতর্কের মুখে বৃহস্পতিবার তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলন- তিনি (সাদ) বিশ্ব ইজতেমার মাঠে যাবেন না। সুবিধামতো সময়ে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যাবেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।