Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ ভাদ্র ১৪২৫, সোমবার ২০ আগস্ট ২০১৮, ১২:৫৭ পূর্বাহ্ণ
Globe-Uro

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী


২৫ মে ২০১৮ শুক্রবার, ১১:৩৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির জন্মবার্ষিকী

ঢাকা : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক`শ উনিশতম জন্মবার্ষিকী।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির পুত্রবধূ উমা কাজীসহ পরিবারের অন্য সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানান উপ-উপাচার্য।

এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বর্তমান যুগসংকটে কবির আদর্শ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহ্বান ছিল আগতদের মাঝে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।