Bahumatrik :: বহুমাত্রিক
 
১ পৌষ ১৪২৫, রবিবার ১৬ ডিসেম্বর ২০১৮, ৫:০০ পূর্বাহ্ণ
Globe-Uro

শেষ মুহূর্তে অনুমতি পেলেও সমাবেশ করবে বিএনপি : রিজভী


১১ মার্চ ২০১৮ রবিবার, ০৬:৪৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


শেষ মুহূর্তে অনুমতি পেলেও সমাবেশ করবে বিএনপি : রিজভী

ঢাকা : শেষ মুহূর্তে অনুমতি পেলেও বেগম জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে বিদেশি মাস্টার প্ল্যান অনু্যায়ী সরকার কাজ করছে।

এ সময় রুহুল কবীর রিজভী বলেন, বিএনপি নয় আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দেন দরবার ও দৌড় ঝাঁপ শুরু করে দিয়েছে। পরে যাতে আবারও এক তরফা নির্বাচন করতে পারেন, এ ব্যপারে কোন ধরনের মাস্টার প্ল্যান শুরু করা যায় কি না তারা তার চেষ্টা চালাচ্ছে। গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় যেকোন সম্পত্তি জনগণের।

এ সময় রিজভী আরও বলেন, `ওখানে যদি আওয়ামী লীগের অধিকার থাকে তাহলে বিএনপিরও অধিকার রয়েছে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আজকে রাতের যেকোন সময়ে অনুমতি দিলে আমরা আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করবো।`

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।