Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ বৈশাখ ১৪২৬, শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯, ৬:৩১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শেখ হাসিনার নেতৃত্ব সারা দুনিয়ায় প্রশংসিত : সেতুমন্ত্রী


০৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার, ১০:১৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


শেখ হাসিনার নেতৃত্ব সারা দুনিয়ায় প্রশংসিত : সেতুমন্ত্রী

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তর বঙ্গের মঙ্গা শব্দটি শেখ হাসিনা জাদুঘরে পাঠিয়েছেন। ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতে এখন মোবাইল ফোন। ছাত্র-ছাত্রীর হাতে মোবাইল ফোন, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে আইটি সেবা। এসবই শেখ হাসিনার অবদান।

শনিবার রাত ১০টার দিকে নীলফামারী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নীলফামারীতে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা শেখ হাসিনার সরকার এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বের ১০ জন রাষ্ট্র নায়কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছেন। শেখ হাসিনার নেতৃত্ব সারা দুনিয়ায় প্রশংসিত।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। তা সফল হতে পারেনি। কোনও আন্দোলনে তারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াবার সাহস পায়নি। বিএনপি-জামায়াত শুধুই মিথ্যাচার করতে পারে।’

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মনোনয়ন আমলনামা শেখ হাসিনার হাতে জমা আছে। জনমতের ভিত্তিতে নমিনেশন নিতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকানোর কোনও শক্তি নেই।’

তিনি বলেন, ‘জেলায়-উপজেলায়- ইউনিয়ন- ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করতে হবে। বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের প্রস্ততি নিচ্ছে।’ এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।