Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৬ শ্রাবণ ১৪২৫, রবিবার ২২ জুলাই ২০১৮, ৩:২৩ পূর্বাহ্ণ
Globe-Uro

শুটিংয়ে ফিরে শাহরুখের কাজে হতভম্ব আনুশকা


০৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০১:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শুটিংয়ে ফিরে শাহরুখের কাজে হতভম্ব আনুশকা
ফাইল ছবি

ঢাকা :

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ফিরে কাজে যোগ দেন এই অভিনেত্রী। শুটিং স্পটে যোগ দিয়েই শাহরুখ কাণ্ডে অবাক হয়ে গেছেন আনুশকা। কি সেই কাণ্ড ঘটালেন কিং খান শাহরুখ, যাতে বিস্মিত হতে হলো ক্রিকেটার বিরাট কোহলির নতুন বউকে।

শুটিং স্পটের চারদিক ফুলে ভরা। মাঝ খানে বিরাট কোহলি ও তার বিভিন্ন মুহূর্তের ছবি সাজিয়ে রাখা। নববধূ অনুশকাকে হতভম্ব করে দিতে এই পরিকল্পনা ফাঁদেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার এ কাজে সহযোগিতা করেছে তার শুটিং ইউনিট।

বিয়ের পর `জিরো` সিনেমার শুটিংয়ে ফিরে এমন মুগ্ধতার বিষয়টি আনুশকা শর্মা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, `জিরো`তে ফিরলাম। ফিল্ম ও সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে।`

তার আগমন উপলক্ষে ফুল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করার জন্য সবাইকে ধন্যবাদও দেন বিরাটপত্নী আনুশকা। চলতি বছর অানুশকার হাতে রয়েছে ‘পরী’, ‘জিরো’ ও ‘সুই ধাগা’র মতো তিনটি বড় বাজেটের ছবি। এর মধ্যে ‘পরী’ ছবির প্রযোজকও তিনি। তাই বাড়তি চাপ নিয়েই সব কাজ সামাল দিতে হবে তাকে। এনডিটিভি অবলম্বনে

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।