Bahumatrik :: বহুমাত্রিক
 
১ অগ্রাহায়ণ ১৪২৫, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:২৩ অপরাহ্ণ
Globe-Uro

শুক্রবার থেকে রাজধানীতে বৃষ্টি হতে পারে


০৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার, ১০:১৩  এএম

বহুমাত্রিক ডেস্ক


শুক্রবার থেকে রাজধানীতে বৃষ্টি হতে পারে

ঢাকা : বিশ্ব উষ্ণায়ন ও অধিক জনসংখ্যার চাপে রাজধানী ঢাকার উত্তাপ বেড়েই চলেছে। দেশের

উত্তরাঞ্চলে শীত আসলেও রাজধানীতে শীতের জন্য অপেক্ষা করতে হবে এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। আগামী শুক্রবার থেকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মানুষের সৃষ্ট নানা কারণে মহনগরী ঢাকার উত্তাপ বেড়ে চলেছে। বৃক্ষরাজি, জলাশয় ও ফাঁকা জায়গা কমিয়ে ফেলা এবং জনসংখ্যা, যানবাহন ও বহুতল ভবনের চাপই শীত কম অনুভূত হওয়ার কারণ বলছেন আবহাওয়াবিদরা।

গত কয়েক বছর ধরে রাজধানীতে শীত যেমন দেরিতে আসছে, তেমনি স্থায়ীত্বও কম হচ্ছে। আশপাশের এলাকাগুলোর সঙ্গেই ঢাকার তাপমাত্রার স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে।

এবারও মধ্য ডিসেম্বরের আগে শীতের আবহ পাচ্ছেন না রাজধানীবাসী। তবে আগামী শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।