০৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০২:০৭ পিএম
বহুমাত্রিক ডেস্ক
বহুমাত্রিক.কম
![]() |
ঢাকা : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ক্রীড়া আসরে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।
মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
সম্প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহের পর উত্তেজনা খানিকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়। কিমের ভাষণের পর দুই কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন ফের চালু হয়; এরপর দক্ষিণের আলোচনার প্রস্তাবে সাড়া দেয় পিয়ংইয়ং।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানমুনজমে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
আগামী মাসে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের প্রশ্নেই মূলত এবারকার আলোচনার আয়োজন করা হয়।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।