Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ শ্রাবণ ১৪২৬, শনিবার ২০ জুলাই ২০১৯, ৫:২২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন


১০ আগস্ট ২০১৮ শুক্রবার, ০৩:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা : নড়াইলে নানা আয়োজনে কালজয়ী চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

শিল্পীর জন্মদিন উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানায় নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, শিশুস্বর্গ, নড়াইল জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকিত সংগঠন।

এদিকে শিল্পীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- শিল্পীর কবরে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিশ্ব নন্দিত চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট মেসের আলী ও মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই শিল্পী।

ইউএনবি

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিল্প-সংস্কৃতি -এর সর্বশেষ