Bahumatrik :: বহুমাত্রিক
 
১ পৌষ ১৪২৫, রবিবার ১৬ ডিসেম্বর ২০১৮, ৩:০১ পূর্বাহ্ণ
Globe-Uro

শিক্ষার্থীরা ঘরে ফেরায় ওবায়দুল কাদেরের ধন্যবাদ


০৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার, ০৯:৩৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শিক্ষার্থীরা ঘরে ফেরায় ওবায়দুল কাদেরের ধন্যবাদ

ঢাকা : প্রধানমন্ত্রীর আহ্বানে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়। সঙ্গে তাদের অভিভাবক শিক্ষক ম্যানেজিং কমিটি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যে শিক্ষার্থীরা রাজপথ থেকে ঘরে ফিরে গেছে। আন্দোলনের ইতি টেনে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান তারা কাল বিলম্ব না করে পড়াশোনায় মননিবেশ করতে ঘরে ফিরে গেছেন। এই কারণে গোটা জাতি স্বস্তি পাচ্ছে। তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এজন্য বলছি তাদের যে ৯ দফা দাবি শেখ হাসিনা সরকার মেনে নিয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।