০৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার, ১২:০৯ পিএম
বহুমাত্রিক ডেস্ক
ঢাকা : কাস্টমস প্রিভেনটিভ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২.৩ কেজি ওজনের ২২টি সোনার বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটক আরশাদ আয়াজ (৪৬) কলকাতার বাসিন্দা। তিনি ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর কাস্টমস হাউজ (প্রিভেনটিভ) উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, আরশাদ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে সাদা স্কচটেপে কোমরে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণ পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।
পরে আরশাদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এ কর্মকর্তা।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।