Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ মাঘ ১৪২৫, বৃহস্পতিবার ১৭ জানুয়ারি ২০১৯, ৯:১৮ অপরাহ্ণ
Globe-Uro

শাকিব না গেলেও শুনানিতে আমি যাব : অপু


১০ জানুয়ারি ২০১৮ বুধবার, ০২:৩৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শাকিব না গেলেও শুনানিতে আমি যাব : অপু
ফাইল ছবি

ঢাকা : চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস ডিভোর্স সংক্রান্ত বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতে সমঝোতা বৈঠকে অংশ নেবেন। গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়।

নোটিসে আগামী ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের তালাকের বিষয়টি নিয়ে শুনানি হবে। সেখানে শাকিব খান উপস্থিত না থাকলেও অপু বিশ্বাস উপস্থিত থাকবেন। মঙ্গলবার তিনি নিজেই বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু বিশ্বাস জানান, নোটিশ পেয়েছি। সেখানে যাওয়াকে এখন আমার দায়িত্ব মনে করছি। ডিএনসিসির বৈঠকে আমি যাব। এতে শাকিব খান আসবেন, নাকি না আসবেন তা জানি না। যদি না আসেন তাহলে বিষয়টি নিয়ে কী করা যায় তার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা যায়, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

এদিকে, ছবির কাজে টানা সিডিউল নিয়ে বিদেশে ব্যস্ত আছেন শাকিব খান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।