Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১০ ডিসেম্বর ২০১৮, ৮:০৪ পূর্বাহ্ণ
Globe-Uro

শহীদ আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব


২৯ অক্টোবর ২০১৭ রবিবার, ০১:১৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


শহীদ আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান উৎসব

ঢাকা : ঢাকা সেনানিবাসস্থ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে দু’দিনব্যাপী বিজ্ঞান উৎসব-২০১৭ আজ শনিবার শেষ হয়েছে।

উৎসবের সমাপনী দিনে শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
বিজ্ঞান ক্লাব এ উৎসবের আয়োজন করে।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ড. জাফর ইকবাল বলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ও সম্ভাবনার বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক। আর বাংলাদেশের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় ৫ কোটি। তোমরা যদি সবাই মেধার যথাযথ চর্চা করো তা হলে পৃথিবীতে কেউ আমাদের আটকাতে পারবেনা।

ঢাকা মহানগরীর সেরা ৩১টি স্কুল ও কলেজের প্রায় ১২০০ জন শিক্ষার্থী বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করে। সেমিনার, আলোচনা সভা, প্রজেক্ট প্রদর্শনীসহ ২৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২৭ অক্টোবর ১ম সেশনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলমগীর হোসেন বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোধনী দিবসের ২য় সেশনে প্রফেসর মো. কায়কোবাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদে গবেষকদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।