Bahumatrik Logo
 
১৪ আষাঢ় ১৪২৪, বুধবার ২৮ জুন ২০১৭, ৪:৪৩ অপরাহ্ণ
Globe-Uro

লন্ডনে জাতীয় নারীজোটের অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা


০৯ জানুয়ারি ২০১৭ সোমবার, ০১:৫৯  পিএম

মাহমুদা পারভীন নূপুর, ইউকে করেসপন্ডেন্ট

বহুমাত্রিক.কম


লন্ডনে জাতীয় নারীজোটের অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলা
ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : বাংলাদেশের ৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা এবং সাংষ্কৃতি অনুষ্ঠান পরিণত হল প্রবাসীদের মিলনমেলায়। 

রোববার ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেজ পার্ক কমিউনিটিতে ‘জাতীয় নারী জোট বাংলাদেশ’ যুক্তরাজ্য শাখার আয়োজনে বসে এই মিলনমেলা। জাসদের সহযোগি এই সংগঠনের আয়োজনে অনুষ্ঠানটিতে দূরপ্রবাসে দেশের কথা-দেশের গানে মেতে উঠেন লন্ডনের বিভিন্ন প্রান্তে বসবাস করা বাংলাদেশিরা। 

নারী জোট যুক্তরাজ্য শাখার সভাপতি রুবি হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হেমলেট’র মেয়র জন বিগস।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ ও টাওয়ার হেমলেট’র ডেপুটি মেয়র রাচেল সান্ডার্স।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, আওয়ামীলীগ-ছাত্রলীগ ও জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শতরূপা। 

বর্ণিল এই আয়োজনে স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা, দেশাত্মবোধক ও আধুনিক গান, আবৃতি আগত দর্শকদের সন্মোহিত করে। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

প্রবাসপত্র -এর সর্বশেষ

Hairtrade