Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৩ চৈত্র ১৪২৪, রবিবার ১৮ মার্চ ২০১৮, ৩:৫৫ পূর্বাহ্ণ
Globe-Uro

লঘুচাপের প্রভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা


১২ মার্চ ২০১৮ সোমবার, ০১:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


লঘুচাপের প্রভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা

ঢাকা : লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া পাবনা অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ শ্রীলংকা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এটি বর্তমানে কমরিন সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ শ্রীলংকায় সুস্পষ্ট লঘুচাপে রূপে অবস্থান করছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea
Intlestore

জাতীয় -এর সর্বশেষ

Hairtrade