Bahumatrik :: বহুমাত্রিক
 
১২ চৈত্র ১৪২৫, মঙ্গলবার ২৬ মার্চ ২০১৯, ৩:০২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিমের উন্নতি


০৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার, ০১:৪৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিমের উন্নতি

ঢাকা : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।

সিরিজের তিন ম্যাচে একটি ফিফটিসহ সর্বোচ্চ ১০৩ রান করেন সাকিব। র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪৫ নম্বরে। এদিকে তামিম ইকবাল প্রথম ম্যাচে ডাক মারলেও শেষ দুই ম্যাচে ৯৫ রান করেছেন। ছয় ধাপ এগিয়ে তামিম উঠে এসেছেন ৩৯ নম্বরে।

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৩২ বলে ৬১ রান করা লিটন দাস র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২২ ধাপ। লিটন এখন ৭১ নম্বরে। রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫১, যা তার ক্যারিয়ার সেরা।

এই সিরিজে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে খেলেছেন কার্যকরী ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংস। মাহমুদউল্লাহ তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।