Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ পৌষ ১৪২৫, মঙ্গলবার ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ পূর্বাহ্ণ
Globe-Uro

রোহিঙ্গা শিবিরে ৯ মাসে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম


১৭ মে ২০১৮ বৃহস্পতিবার, ০৬:৩৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রোহিঙ্গা শিবিরে ৯ মাসে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম

ঢাকা : কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত নয় মাসে ১৬ হাজারেরও বেশি শিশু জন্ম নিয়েছে।

বুধবার ইউনিসেফের পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা শিবিরগুলোয় প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে। ফলে গত বছর আগস্ট মাস থেকে এ পর্যন্ত নয় মাসে জন্ম নেয়া শিশুর সংখ্যা ১৬ হাজারে দাঁড়িয়েছে। এর আগে সেভ দ্য চিলড্রেন বলেছিল, এ বছরে রোহিঙ্গা শিবিরে ৪৮ হাজার শিশু জন্ম নেবে।

ইউনিসেফ বলছে, মিয়ানমারে সেনা বাহিনীর দমন পীড়ন ও হামলার কারণে ছয় লাখ ৯৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

শিশুর রাজ্য -এর সর্বশেষ