Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ কার্তিক ১৪২৫, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:২১ পূর্বাহ্ণ
Globe-Uro

রোববার সিজারের সন্ধান দাবিতে ঢাবিতে মানববন্ধন


১১ নভেম্বর ২০১৭ শনিবার, ০৬:৩৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


রোববার সিজারের সন্ধান দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাকা : নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি ডাকা হয়েছে।

রোববার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ এই কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

নিখোঁজ সিজার ওই বিভাগেরই প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে সেখান থেকে তিনি স্নাতকোত্তর পাস করেন। সে সময় তিনি বছরখানেক ঢাকায় সাংবাদিকতাও করেছেন।

মঙ্গলবার বিকালে কর্মস্থল থেকে (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়) বনশ্রীর বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ড. সিজার।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।