১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ১০:০৯ এএম
বহুমাত্রিক ডেস্ক
![]() |
ঢাকা : আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন যুক্তরাষ্ট্রে একটি জাতীয় ছুটির দিন।
এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসগুলো বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারে।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।