Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৫, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৪ অপরাহ্ণ
Globe-Uro

রেস ৩ এর ‘ফার্স্ট লুক’


১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ১১:০৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


রেস ৩ এর ‘ফার্স্ট লুক’

ঢাকা : বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে উত্তেজনা দিনে দিনে বেড়েই চলেছে। আর এর মধ্যেই নিজের আরেকটি আপকামিং ছবির `ফার্স্ট লুক` প্রকাশ করলেন বি-টাউনের দাবাং খান।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টার,লুক,শুটিং স্পটের ছবি পোস্ট করে চলেছেন সল্লু ভাই।এবার নিজেই ‘রেস থ্রি’ ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন তিনি।যেখানে নীল-কালো পোশাকে ক্যামেরার দিকে পিস্তল তাক করে রয়েছেন সালমান।

‘রেস’ সিরিজের তিন নম্বর ছবির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। যেখানে ফের একসঙ্গে দেখা যাবে সালমান-জ্যাকলিনকে। শেষবার ‘কিক’ ছবিতে পরস্পরের বিপরীতে অভিনয় করেছিলেন তারা। আব্বাস-মাস্তান পরিচালিত রেস সিরিজের প্রথম দুটি ছবিতে নজর কেড়েছিলেন সইফ আলি খান,অক্ষয় খান্নারা। ‘রেস থ্রি’-তেই প্রথমবার দেখা যাবে সালমানকে। পরিচালকও পালটে গিয়েছেন। রেমো ডিসুজার ছবিতে রয়েছেন ববি দেওল এবং ডেইজি শাহও।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ