Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৪ ভাদ্র ১৪২৫, সোমবার ২০ আগস্ট ২০১৮, ১২:৫৭ পূর্বাহ্ণ
Globe-Uro

রাষ্ট্রপতি শুক্রবার নজরুল জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন


২৪ মে ২০১৮ বৃহস্পতিবার, ১০:৪৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রাষ্ট্রপতি শুক্রবার নজরুল জন্মবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করবেন

ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি বিকেল তিনটায় ত্রিশালে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন।’

শুক্রবার দরিরামপুর নজরুল মঞ্চে শুরু হতে যাওয়া এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন। অনুষ্ঠান শেষ হবে ২৭ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি।

জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ইতোমধ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।