Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ অগ্রাহায়ণ ১৪২৫, বুধবার ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৫২ পূর্বাহ্ণ
Globe-Uro

যথাসময়ে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে


১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার, ০৬:১৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


যথাসময়ে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক খান বলেন, ‘প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি।

তিনি বলেন, যথাসময়েই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনও নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনও ক্ষতি হচ্ছে না।

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়ে বলেছেন, এটি কীভাবে কার্যকর হবে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, আমরা পুরো বিষয়েই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যেভাবে বলবেন সেভাবেই প্রজ্ঞাপন হবে। আমাদের পরবর্তী কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া।
তিনি বলেন, অনেকেই এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি অত সহজ বিষয় নয়। কিছুটা জটিলও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সবকিছুই বোঝা যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।