Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১:২১ অপরাহ্ণ
Globe-Uro

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ নিহত ২


১৩ জুন ২০১৮ বুধবার, ০১:৪৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ময়মনসিংহ : ময়মনসিংহের শহরতলী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল হাশেম।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা পাঁচটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। গুরুতর আহত ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সিএনজি চালক আবুল হাশেম মারা যায়।

নিহত পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের গ্রামের বাড়ী জামালপুরে। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল হাশেমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা এলাকায়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।