১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার, ১১:২৫ এএম
বহুমাত্রিক ডেস্ক
![]() |
ঢাকা : রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন মারা গেছেন। গতরাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার ময়না তদন্তের পর সব আনুষ্ঠানিকতা শেষে পটুয়াখালীর বাউফলে নিজ গ্রামে রাজীবের দাফন সম্পন্ন হবে বলে জানান তার স্বজনরা।
গত ৩ এপ্রিল কারওয়ানবাজারে সার্ক ফোয়ার সামনে দুই বাসের চাপায় ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এর কয়েকদিন পর থেকে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। অবস্থার আরও অবনতি হলে ৯ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে ছিলো রাজীব।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মা ও অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। পরে তিনি খালার বাসায় থেকে পড়ালেখা করতেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।