Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৫, রবিবার ২০ জানুয়ারি ২০১৯, ৬:৪৬ পূর্বাহ্ণ
Globe-Uro

মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তাকারীদের সম্মাননা প্রদান কাল


২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০৫:৪৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তাকারীদের সম্মাননা প্রদান কাল

ঢাকা : সর্বজনের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালে সেগুনবাগিচার এক ভাড়াবাড়িতে যাত্রা শুরু করে।

বর্তমানে ঢাকাস্থ আগারগাঁওয়ে প্রায় এক একর জমিতে স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের এ নতুন ভবনের দ্বারোদঘাটন করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের দীর্ঘ যাত্রাপথে বিশেষতঃ বিশাল নির্মাণকাজে দেশবাসীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া সম্পন্ন করা সম্ভব হতো না। যে সকল শুভানুধ্যায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান ‘প্রতীকী ইট’ ক্রয় করে জাদুঘর নির্মাণে সহায়তা করেছেন, তাঁদের সম্মাননা প্রদানের জন্য আগামীকাল, শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর এক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিকেল তিনটায় আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে হবে এ সম্মাননা অনুষ্ঠান। এতে সমাজের বিশিষ্টজন, মুক্তিযোদ্ধা ও সম্মানিত নাগরিকগণ উপস্থিত থাকবেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।