Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ চৈত্র ১৪২৫, শনিবার ২৩ মার্চ ২০১৯, ৭:১৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মায়ের মৃত্যুর পর শুটিংয়ে ফিরলেন জাহ্নবি


১০ মার্চ ২০১৮ শনিবার, ১০:১৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


মায়ের মৃত্যুর পর শুটিংয়ে ফিরলেন জাহ্নবি

ঢাকা : সব গুজব একপাশে সরিয়ে ধারাক সিনেমার সেটে ফিরেছেন জাহ্নবি কাপুর। বৃহস্পতিবার বান্দ্রায় পরিচালক শশাঙ্ক খাইতান ও অভিনেতা ঈশান খাত্তারের সঙ্গে দেখা গেছে তাকে।

বান্দ্রায় কয়েক দিন শুটিং করবেন। এখানে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করবেন তারা। এর পর সিনেমার বাকি অংশ শেষ করতে তারা কলকাতায় যাবেন।গত ডিসেম্বরে শুরু হওয়া সিনেমাটির অর্ধেকটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।

গেল ২৪ ফেব্রুয়ারি তার মা অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর গুজব রটেছিল যে জাহ্নবি কিছু দিনের জন্য সিনেমা থেকে বিরতি নেবেন।

কিন্তু মায়ের মৃত্যুর পরও তিনি হতোদ্যম হননি। তিনি সিনেমার বাকি কাজ শেষ করতে শুটিংয়ের সেটে ফিরেছেন।আগামী ২৪ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।