Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
১০ বৈশাখ ১৪২৫, সোমবার ২৩ এপ্রিল ২০১৮, ১:৪১ অপরাহ্ণ
Globe-Uro

মালদ্বীপে সম্পন্ন হলো দীপিকা-রনভীরের বাগদান!


০৮ জানুয়ারি ২০১৮ সোমবার, ০৫:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মালদ্বীপে সম্পন্ন হলো দীপিকা-রনভীরের বাগদান!
ফাইল ছবি

ঢাকা : বলিউডের তারকা প্রেমজুটি রনভীর সিং ও দীপিকা পাডুকোন এখন মালদ্বীপে। তবে চমকপ্রদ খবর অন্য। গুঞ্জন শোনা যাচ্ছে ছুটি কাটানোর নাম করে বিদেশে বসে নিজেদের বাগদানসম্পন্ন করেছেন এ তারকা জুটি। মালদ্বীপে উপস্থিত ছিল দুই পরিবারের অভিভাবকরা।

ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ গুঞ্জনের পক্ষে বলা হচ্ছে, মাসখানেক আগেই রনভীর সিং তার পরিবারকে নিয়ে হাজির হয়েছিলেন বেঙ্গালুরুতে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের বাড়িতে। সেখানেই নাকি ঠিক হয়ে গিয়েছিল দু`জনের বিয়ের তারিখ। এরপর দুই পরিবার একত্রে শুভকাজের ইঙ্গিত দিয়েছে।

এছাড়া দীপিকার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি বিয়ের পোশাক ও হীরার গয়না পাঠানো হয়েছে দীপিকার বাড়িতে। এসব কিছুই প্রমাণ করে, আগে থেকেই ঠিক করা ছিল বাগদানের প্রস্তুতি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসায় ধোঁয়াশা রয়েই গেছে। তবে অপেক্ষার পালা শেষে গুঞ্জনই সত্যি হয় কিনা, তাই দেখার অপেক্ষায় বলিউডপ্রেমীরা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।