Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৯ আষাঢ় ১৪২৫, শুক্রবার ২২ জুন ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ণ
Globe-Uro

মসলা জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর বিষয়ক কর্মশালা


১১ অক্টোবর ২০১৭ বুধবার, ০২:০৪  এএম

ড. কে, এম, খালেকুজ্জামান

বহুমাত্রিক.কম


মসলা জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর বিষয়ক কর্মশালা

বগুড়া : বগুড়ায় মসলা জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর ও ভবিষ্যৎ গবেষণা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়ায় ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের প্রযুক্তি হস্তান্তর এবং ভবিষ্যৎ গবেষণা কৌশল’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণাালয়ের যুগ্ম সচিব (গবেষণা) সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার, কৃষি সম্প্রারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকা-এর পরিচালক (গবেষণা উইং) কৃষিবিদ শাহ মোহা. আকরামুল হক এবং কৃষি সম্প্রারণ অধিদপ্তর, বগুড়া-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরের মহপরিচালক ড. আবুল কালাম আযাদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়ার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কলিম উদ্দিন।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞানী, সম্প্রারণ কর্মকর্তা; বিএডিসি, এমসিসি, আরডিএ, বীজ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ ও কৃষকসহ মোট ৬০ জন। ওয়ার্কশপ পেপার উপস্থাপন, ওয়ার্কশপ ম্যানুয়াল, মসলা ফসলের উৎপাদন প্রযুক্তি সহায়িকা, বিভিন্ন ধরণের গবেষণালব্ধ বই, বুকলেট/লিফলেট, ডিসপ্লে প্রদর্শণী, ডিসপ্লে বোর্ড, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে মসলা গবেষণা কেন্দ্র কর্ত্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি হস্তান্তর করা হয়।


ড. কে, এম, খালেকুজ্জামান : উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব), মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

কৃষি -এর সর্বশেষ

Hairtrade