Bahumatrik :: বহুমাত্রিক
 
২ কার্তিক ১৪২৫, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১০:৫৬ পূর্বাহ্ণ
Globe-Uro

ভোগের প্রচ্ছদে মডেল হলেন সৌদি প্রিন্সেস


০১ জুন ২০১৮ শুক্রবার, ১২:০৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ভোগের প্রচ্ছদে মডেল হলেন সৌদি প্রিন্সেস

ঢাকা : সৌদি আরবের প্রয়াত বাদশা আবদুল্লাহর মেয়ে প্রিন্সেস হায়ফা বিনতে আবদুল্লাহ আল সৌদ প্রভাবশালী সাময়িকী ভোগের প্রচ্ছদে মডেল হয়েছেন। সাময়িকীটির আরব সংস্করণ ‘ভোগ অ্যারাবিয়া’র জুন সংখ্যায় তাঁকে দেখা যায়।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে নতুন একটি আইন কার্যকর হতে যাচ্ছে। আর এর পক্ষে অবস্থান নিয়েই সৌদি রাজপরিবারের গুরুত্বপূর্ণ এ সদস্য প্রাইভেটকারে চালকের আসনে বসে ছবির জন্য নিজেকে মেলে ধরেছেন।

ভোগ অ্যারাবিয়ার প্রচ্ছেদে দেখা যায়, সাদা জামা, এর সঙ্গে মিলিয়ে হেডস্কার্ফ পরে গাড়িচালকের আসনে বসে আছেন প্রিন্সেস।ছবি তোলা হয়েছে জেদ্দার বাইরে। ভোগের এই সংস্করণটি এই প্রথম সৌদি আরবকে উৎসর্গ করা হয়েছে।প্রিন্সেস হায়ফার ছবি তুলেছেন আয়ারল্যান্ডের ফটোগ্রাফার বু জর্জ।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।