Bahumatrik :: বহুমাত্রিক
 
১ পৌষ ১৪২৫, রবিবার ১৬ ডিসেম্বর ২০১৮, ৫:১৪ পূর্বাহ্ণ
Globe-Uro

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু:প্রতিবাদ করায় যুবককে হত্যা চেষ্টা


০৭ এপ্রিল ২০১৮ শনিবার, ০৭:১৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু:প্রতিবাদ করায় যুবককে হত্যা চেষ্টা

সাভার : সাভারে ভুল চিকিৎসায় নূর ইসলাম (৫৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর প্রতিবাদ করায় পরান সূত্রধর (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বেসরকারী হাসপাতাল মালিকের বিরুদ্ধে।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় মারধরের শিকার ওই যুবককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে সাভার বাজার বাষস্ট্যান্ড এলাকায় অবস্থিত সুপার ক্লিনিকে এ ঘটনা ঘটে।
হামলার শিকার পরান সুত্রধর জানায়, শুক্রবার তার এক বন্ধুর নানাকে অসুস্থ্য অবস্থায় সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় মারা যান বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

এঘটনায় শনিবার দুপুরে পরান সুত্রধর নামের ওই যুবক হাসপাতালের মালিক সেলিম খাঁনের কাছে নুর ইসলামের মৃত্যুর কারণ জানতে চান। এসময় হাসপাতালের মালিক সেলিম খান ও তার ভাড়াটে লোকজন ক্ষিপ্ত হয়ে ওই যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পরান সুত্রধরের বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জানতে হাসপাতালের মালিক সেলিম খানের মুঠফোনে একাধীকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

অসঙ্গতি প্রতিদিন -এর সর্বশেষ