Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ অগ্রাহায়ণ ১৪২৫, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৪:৪৮ পূর্বাহ্ণ
Globe-Uro

ভারতের সেনা বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার দাবি পাক সেনাবাহিনীর


২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার, ১২:২৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ভারতের সেনা বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার দাবি পাক সেনাবাহিনীর

ঢাকা : ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর বাঙ্কার গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। দাবির স্বপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। 

বুধবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাক সেনা বাহিনীর অভিযোগ করে, ভারতীয় সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালিয়েছে বলে বাধ্য হয়ে পাক সেনারা এই পদক্ষেপ নিয়েছে।

কিছুদিন আগে ভারত-পাক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছিল পাকিস্তান। একই অভিযোগে পাক হাইকমিশনরকে তলব করে ভারতও।

পাক সেনার মুখপাত্র মেজর জেলারেল আসিফ গফুর নিজের টুইটারে ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করে গফুর লিখেছেন, ‘ভারতীয় সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় আমরা হামলা চালিয়েছি। প্রতিটি হামলার সমুচিত জবাব দেবে পাক সেনা।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ