Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ মাঘ ১৪২৫, বৃহস্পতিবার ১৭ জানুয়ারি ২০১৯, ৯:০৬ অপরাহ্ণ
Globe-Uro

ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিদ্যা!


১৩ জানুয়ারি ২০১৮ শনিবার, ১০:২০  এএম

বহুমাত্রিক ডেস্ক


ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিদ্যা!
ফাইল ছবি

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালান। তবে বাস্তবে নয়, সিনেমায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা ‘ইন্দিরা : ইন্ডিয়াস দ্য মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ বই অবলম্বনে তৈরি হবে ছবিটি।

ইন্দিরা গান্ধীর মতো একজন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ উচ্ছ্বসিত বিদ্যা বালান।

তিনি জানিয়েছেন, বরাবরই ইন্দিরা গান্ধীর মতো একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। সে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছে।’

তবে এটি সিনেমা না ওয়েব সিরিজ হবে তা এখনও নিশ্চিত নয়।

এদিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ-কর্মে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যা।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।