Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভক্তি-ভালোবাসায় সিক্ত নেতাজির সেনানী কর্নেল এবি সিং

অমৃত দে, কলকাতা

প্রকাশিত: ০১:৩৯, ২৫ জানুয়ারি ২০১৭

আপডেট: ০১:৪০, ২৫ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

ভক্তি-ভালোবাসায় সিক্ত নেতাজির সেনানী কর্নেল এবি সিং

ছবি: বহুমাত্রিক.কম

ঢাকা : অখন্ড ভারতের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের (আইএনএ) বীরযোদ্ধা শতবর্ষী কর্নেল অমর বাহাদুর সিং(এবি সিং) এর জন্মদিন উদযাপন করেছে কলকতার এই প্রজন্মের তরুণ-তরুণী ও নেতাজি গবেষকরা।

মঙ্গলবার কলকাতার চারু মার্কেট এলাকার কাছে একটি গেস্ট হাউসে স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত একদল তরুণ ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকা এই বীর সেনানীর জন্মদিন উদযাপনের আয়োজন করে। 

এদিন ফুলেল সাজে সজ্জ্বিত করে আইএনএ সেনানী কর্নেল এবি সিং’কে ভক্তিতে-ভালোবাসায় ভরিয়ে রাখেন তারা। ২১ জানুয়ারি কর্নেল এবি সিং’র ১০২তম জন্মদিন হলেও নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি থাকায় বিভিন্ন আনুষ্ঠানিকতার কারণে তিনদিন বিলম্বে উদযাপন করা হয় তাঁর জন্মদিন। অনুষ্ঠানে তারা নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধ হন। 

নেতাজির নাতনী রাজশ্রী চৌধুরী, কর্নেল এবি সিং’র ছেলে এসবি সিংসহ অনেক নেতাজি অনুরাগী এসময় উপস্থিত ছিলেন। 

‘নেতাজিকে মিত্রদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছিলেন নেহেরু’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer