Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ কার্তিক ১৪২৫, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:৩৭ পূর্বাহ্ণ
Globe-Uro

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শুরু


০৪ ডিসেম্বর ২০১৭ সোমবার, ১১:৩৮  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শুরু

ঢাকা : বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রোববার পর্যন্ত দুদক বেসিক ব্যাংকের সাবেক ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, তদন্তের স্বার্থেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে যদি কিছু প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

গত ২৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।