Bahumatrik Logo
 
৯ শ্রাবণ ১৪২৪, সোমবার ২৪ জুলাই ২০১৭, ৬:৫০ অপরাহ্ণ
Globe-Uro

বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু


১৬ জুলাই ২০১৭ রবিবার, ০১:৩৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু

ঢাকা : বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে আশকোনা হজ অফিস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসন্ন হজে বেসরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের ভিসা প্রাপ্তির জন্য হজ অফিস, ঢাকা হতে ডিও গ্রহণ করতে হবে। ভিসাপ্রাপ্তির কমপক্ষে সাতদিন আগে পাসপোর্টেসহ কাগজপত্র জমা দিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে পাসপোর্টসহ ডিও এর জন্য আবেদন করতে হবে।

ডিও`র জন্য যে সকল কাগজপত্র হজ অফিসে জমা দিতে হবে
পাসপোর্টের বারকোড ও এজেন্সির স্টিকার লাগানো, অফসেট পেপারে হজযাত্রীদের দুই সেট তালিকা, পেনড্রাইভে হজযাত্রীদের তালিকা নিয়ে আসা ও ডাটা বেইজের ক্রমিকের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সিরিয়াল করে জমা দিতে হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

জাতীয় -এর সর্বশেষ

Hairtrade