Bahumatrik Logo
 
৯ শ্রাবণ ১৪২৪, সোমবার ২৪ জুলাই ২০১৭, ৬:৪৭ অপরাহ্ণ
Globe-Uro

বেরোবিতে ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর


১৪ জুলাই ২০১৭ শুক্রবার, ০৫:৩০  পিএম

বেরোবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বেরোবিতে ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বর

রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ নির্ধারিত হলেও এখনও ফরম পূরণের তারিখ নির্ধারণ করা হয়নি। গতবারের ন্যায় এবারও ক্যাম্পাসেই সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। সভায় অনুষদসমূহের ডিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, বিভাগীয় প্রধানগণ এবং কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

শিক্ষা -এর সর্বশেষ

Hairtrade