Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ ফাল্গুন ১৪২৫, মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ণ
Globe-Uro

বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিএনপি’র গোলটেবিল বৈঠক


১১ জুলাই ২০১৮ বুধবার, ১২:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিএনপি’র গোলটেবিল বৈঠক

ঢাকা : দেশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দলীয় অবস্থান ব্যাখ্যা করবে বিএনপি। এই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে দলটি।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়টি সমন্বয় করছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

স্থায়ী কমিটির সূত্র জানায়, সম্প্রতি সংঘটিত কোটা সংস্কার চেয়ে ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা, মাদক নির্মূল করতে গিয়ে ‘বিনা বিচারে মানুষ হত্যা’র বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।

গোলটেবিল আলোচনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া সরকারের বিরুদ্ধে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গোলটেবিলে অংশ নেবেন। এতে দলের একজন সদস্য মূল প্রবন্ধ পাঠ করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে গোলটেবিলটি অনুষ্ঠিত হবে।’

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।