Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ৭:১০ অপরাহ্ণ
Globe-Uro

বৃহস্পতিবার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সেমিনার


১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার, ১০:৪৬  এএম

বহুমাত্রিক ডেস্ক


বৃহস্পতিবার আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সেমিনার

ঢাকা : ক্ষমতাশীল আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সেমিনার আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. আবুল কাশেম।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রফেসর এমেরিটাস ড. একে আজাদ চৌধুরী, প্রফেসর আবদুল মান্নান, প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও প্রফেসর ড. নাসরীন আহমাদ বক্তব্য রাখবেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।