Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৫, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১২:৪৮ পূর্বাহ্ণ
Globe-Uro

বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন ভারতের মানসী


১৯ নভেম্বর ২০১৭ রবিবার, ০৯:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন ভারতের মানসী

ঢাকা : বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ভারতের সুন্দরী মানসী চিল্লার।শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চীনের সানাইয়া সিটিতে এ ঘোষণা দেন আয়োজক কর্তৃপক্ষ।

মানসীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের সুন্দরী স্টেফানি দেল ভালে।

গত বছর মিস ইন্ডিয়ার মুকুট পরা মানসী চলতি বছর ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শিরোপা জিতলেন।

 

পঞ্চম ভারতীয় হিসেবে মানসী এবার সেরা সুন্দরীর খেতাব পেলেন। এর আগে ভারত হয়ে ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছিলেন ঐশ্বরিয়া রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন ও ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।