Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৭ আষাঢ় ১৪২৫, শুক্রবার ২২ জুন ২০১৮, ১২:০৩ পূর্বাহ্ণ
Globe-Uro

বিজ্ঞান গবেষণায় উৎকর্ষতা আনবে ‘নায়াব’, আহ্বায়ক কমিটি গঠন


০৭ জুলাই ২০১৭ শুক্রবার, ১০:১০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বিজ্ঞান গবেষণায় উৎকর্ষতা আনবে ‘নায়াব’, আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকা : দেশের বিজ্ঞানচর্চাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও অংশগ্রহণমূলক করে দেশে কল্যাণে কাজে লাগাতে তরুণ বিজ্ঞানীদের নিয়ে গঠিত হচ্ছে ‘ন্যাশনাল ইয়ং একাডেমি অব বাংলাদেশ(নায়াব)’। সম্ভাবনাময় তরুণ বিজ্ঞান গবেষকদের এই একাডেমির সঙ্গে যুক্ত করে বিজ্ঞান গবেষণায় উৎকর্ষতা আনাও এর অন্যতম লক্ষ্য।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও গ্লোবাল ইয়ং একাডেমির বাংলাদেশি অ্যালামনাই ও সদস্যদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. কে এম এস আজিজের সভাপতিত্বে সভায় একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুল করিমকে আহবায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন-প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুনির উদ্দিন আহমেদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নোভা আহমেদ। কমিটির সদস্য সচিব করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারিক-কে। এই কমিটি শিগগির সদস্য সংগ্রহসহ কার্যকরী কমিটি গঠনে কাজ করবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

বিজ্ঞান -এর সর্বশেষ

Hairtrade