Bahumatrik Logo
 
১২ ফাল্গুন ১৪২৩, শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ৬:৪৪ অপরাহ্ণ

বিএনপির রঙিন খোয়াব দেখে লাভ নেই : কাদের


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ১২:১৫  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


বিএনপির রঙিন খোয়াব দেখে লাভ নেই : কাদের

ঢাকা : রূপকথার রাজ্যে বিএনপির রঙিন খোয়াব দেখে লাভ নেই বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যে কাদের বলেন, যে দল গত তিন বছরে তিন মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারে নি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই।

অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারে নি, শেখ হাসিনা সরকার তিন বছরে তা করে দেখিয়েছে।

তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।