Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৫ ভাদ্র ১৪২৫, সোমবার ২০ আগস্ট ২০১৮, ২:৩৮ অপরাহ্ণ
Globe-Uro

‘বিআরটিএতে অনিয়ম কমে গেছে, এটা বলতে পারি না’


০৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার, ০৫:১৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘বিআরটিএতে অনিয়ম কমে গেছে, এটা বলতে পারি না’
ছবি- সংগৃহীত

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএতে অনিয়ম একেবারে কমে গেছে, এটা আমি বলতে পারি না। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে বিভিন্ন পরিবহনের লাইসেন্স ও ফিটনেস তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারাদিনই শতাধিক গাড়ির ফিটনেস এবং পরীক্ষা-নিরীক্ষা সুষ্ঠুভাবে করে গাড়ির ফিটনেস দিয়েছি। আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে সব সঠিক হচ্ছে, এটা আমি বলতে পারি না। কারণ বিআরটিএতে অনিয়ম একেবারে কমে গেছে, এটা আমি বলতে পারি না। দালালের দৌরাত্ম্য এখনো আছে। আর আমাদের ম্যাজিস্ট্রেটের সংখ্যা যেটা এখন ৫ জন আছে, আমরা জেলা প্রশাসক থেকে সহযোগিতা নিয়ে ম্যাজিস্ট্রেটের ঘাটতি পূরণের চেষ্টা করছি। এখন অন্তত রাস্তায় বের হলে কিছু কাগজপত্র পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘আন্দোলন হওয়ার পথে, যেসব বিষয় ছাত্রছাত্রীদের আন্দোলনে নামতে প্রলুব্ধ করে, এরকম কিছু না থাকলে তারা আন্দোলনও করবে না। এছাড়া ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য এখন যেভাবে সচেতনতা বেড়েছে, এটাও একটা ভয় ভীতির কারণ হয়েছে। মাঝে মাঝে এ ধরনের চাপ না আসলে আমাদের সচেতনতা বাড়ে না। তাই এ চাপ দরকার ছিল।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

রাজনীতি -এর সর্বশেষ

Hairtrade